Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপাতত চলচ্চিত্র নিয়ে কোনো ভাবনা নেই -টয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

লাক্স তারকা মুমতাহিনা চৌধুরী টয়া । বর্তমানে নাটক, স্বল্পদৈর্ঘ্য- চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন। মডেল ও উপস্থাপক হিসেবেও তার আলাদা পরিচিতি আছে। গত বছর তার প্রথম সিনেমা বেঙ্গলি বিউটি মুক্তি পায়। তবে আপাতত নতুন কোন চলচ্চিত্রে কাজ না করলেও ব্যস্ত রয়েছেন নাটকে। ঈদের চারটি খÐ নাটকের শূটিংয়ের জন্য এখন সিলেটে আছেন। টয়া জানান, নাটকগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে তাকে দেখা যাবে। নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওয়ের মডেল হয়েও টয়া বেশ আলোচিত। খুব শীঘ্রই কলকাতার প্রযোজনায় বিগ বাজেটের একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে বলে জানান। ক্যারিয়ারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেও প্রশংসিত হয়েছেন। সুনাম ধরে রাখতে ভেবে-চিন্তে ভাল কাজ করতে চান তিনি। বললেন, মানসম্মত গল্প পেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার আগ্রহ রয়েছে। মানহীন কাজ করে দর্শকের ভালবাসা হারাতে চাই না। আপাতত চলচ্চিত্র নিয়ে কোন ভাবনা নেই। দেখে-শুনে ভাল কিছু কাজ করতে চাই। ভাল কাজের জন্য অপেক্ষা করতে রাজি। মানসম্মত গল্পের চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী এবং গল্পে চরিত্রটি কতটুকু গুরুত্ব পাচ্ছে তা বিবেচনা করেই বড় পর্দায় কাজ করব। তবে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহ নেই। নাটকে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমার জন্য যদি অসাধারণ গল্প পাই তা হলে করব। না হলে করব না। চরিত্রে গুরুত্ব থাকলে সে ক্ষেত্রে সব ধরনের গল্প হতে পারে। টিভির দর্শক চলে গেছে ইউটিউবে। অভিযোগ রয়েছে, অনলাইনে অশ্লীল-মানহীন ওয়েব সিরিজ ও ভিডিওর ছড়াছড়ি। এ ব্যাপারে টয়া বলেন, কালের বিবর্তনে এটা হবেই। একটা সময় মানুষ পরিবারসহ সিনেমা হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখেছেন। এখন দেখার মাধ্যম ছোট হয়ে গেছে। সিনেমা দেখার মাধ্যম এত সহজ হয়ে গেছে যে, কেউ হলে যাচ্ছে না ঘরে বসেই অনলাইনে দেখছে। এগুলো সময়ের বিবর্তন। আগে দর্শক মঞ্চ নাটক দেখতেন এখন টেলিভিশন ও অনলাইনে দেখছেন। টেলিভিশন অনলাইনের কারণে মঞ্চ নাটকের দর্শক কমে গেছে। দর্শকদের ধরন, চাহিদা পরিবর্তন হয়েছে। এ সব কিছু সময়ের দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ