Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেহলাজ নিহালনির বিরুদ্ধে কঙ্গনা রানৌতের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের #মিটু আন্দোলনে আরেকটি অধ্যায় যোগ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানৌত। কঙ্গনা টার্গেট করেছেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা পেহলাজ নিহালনিকে। এক সাক্ষাতকারে অভিনেত্রীটি অভিযোগ করেছেন পেহলাজ তার ‘আই লাভ ইউ বস’ চলচ্চিত্রের জন্য এক ফোটোশুটে তাকে কোন ধরনের অন্তর্বাস না পরার জন্য নির্দেশ দিয়েছিলেন। কঙ্গনা আরও অভিযোগ করেন, পেহলাজ তাকে তাকে একটি সফ্ট-পর্ন ধারার চরিত্রে অভিনয়ের অফার দিয়েছিলেন। পেহলাজ অবশ্য কঙ্গনার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ফোটোশুটে কিভাবে অংশ নেবেন তা পুরো কঙ্গনার সিদ্ধান্ত ছিল। নিহালনি আরও জানান, সেই সময়টায় কঙ্গনা প্রায় অর্ধ দশক ধরে একটি ব্রেক পাবার অপেক্ষা করছিল, তিনি তাকে তিনটি ফিল্মের জন্য সাক্ষর করান, যেগুলোর মধ্যে প্রথমটি ছিল ‘আই লাভ ইউ বস’। ফোটোশুটের জন্য সুপারিশও তিনিই করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চন আর ঋষি কাপুরকে কাস্ট করতে ব্যর্থ হলে শত্রæঘন সিনহা রাজি হন। তার সঙ্গে কঙ্গনা ৪ থেকে ৫বার চিত্রনাট্য অনুশীলনও করেছিলেন। প্রচারে ৮০ লাখ রুপি খরচ করার পরই সে পরিচিতি লাভ করে আর তারপরই সে ‘গ্যাংস্টার’ ফিল্মে চুক্তিবদ্ধ হয়। কঙ্গনা জানান তিনি নিজের ফোন নম্বর পাল্টে দৃশ্যপট থেকে গায়েব হয়ে যান। পেহলাজ বলেন, সে ফিল্মটিতে মরিয়া হয়ে কাজ করতে চাইছিল কিন্তু হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নেয়। সে আরও ভাল অফার আছে বলে মুক্তি চেয়েছিল। এটি সফ্ট-পর্ন হলে তিনি অমিতাভ বা ঋষির কাছে যেতে পারতেন না। তিনি কঙ্গনাকে অকৃতজ্ঞ বলেও উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ