Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ যাত্রী আহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ৪:২২ পিএম

মীরসরাইয়ে অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১২ যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরারকুল এলাকায় চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে (চট্টমেট্রো-চ ১১-৭৪৪৬) দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। পরে মীরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করা হয়।
সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন, ফিরোজ (২৩), নাছির হাওলাদার (৬৫), জাকির (৪৫), নূর মাহমুদ (৪০), ইকবাল হোসাইন (৩৫), সুলতান (৬০), আলী আহাম্মদ (৪৭), আব্দুল মাহবুব (৬০) আব্দুল হাকিম (৫০), সেকান্দার (৪৭), ইউনুস (৪০), মনিরুল আলম (৪০) ও ইছহাক (৫৫)। তাদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা সবাই চট্টগ্রাম জেলার উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার রবিউল আজম জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে অপর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দে। এতে ঐ মাইক্রোবাসে থাকা চালক সহ ১৩ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হই। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করি। দুইজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা বগুড়া সফর শেষে চট্টগ্রামে ফিরে যাচ্ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ