Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে যুবলীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ২:৫৯ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলায় পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমাম উদ্দিনসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চরছান্দিয়া বোর্ড অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত ফয়েজ সোনাগাজী ও ইমাম উদ্দিন ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় যুবলীগ নেতা ইমাম উদ্দিন জানান, যুবদল নেতা খুরশিদের নেতৃত্বে ১২ অস্ত্রধারী যুবক তার

ফয়েজ জানায়, চরছান্দিয়া বোর্ড অফিস প্রাঙ্গণে নিয়ে গিয়ে লোহার রড ও ধামা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা মোবাইল ও টাকা লুট করে নেয়। পরে সন্ত্রাসীরা হাসপাতালে গিয়েও হত্যা ও অপহরণের হুমকি দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার সকালে ফয়েজ বাদী হয়ে সোনাগাজী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আহত দুজনের শরীরে মারাত্মক জখম রয়েছে। ফয়েজের মুখে কাটা জখমও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ