বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের জয়জয়কার। ইসির তথ্য থেকে জানা যায়, চতুর্থ ধাপে ১০৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান পদে জয়লাভ করেন ৪৯ জন এবং বিনা প্রতিন্দ›িদ্বতায় একক প্রার্থী হিসেবে জয়লাভ করেন ২৪ জন। এছাড়া জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে একজন এবং স্বতন্ত্র প্রার্থী ৩২ জন জয়লাভ করেছেন। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠনো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
যশোর ব্যুরো জানায় : যশোরের ঝিকরগাছায় স্বতন্ত্র প্রাথী মনিরুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। চৌগাছায় আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মণিরামপুরে আওয়ামীলীগের নাজমা খানম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
কেশবপুরে আনারস প্রতীকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম। বাঘারপাড়া উপজেলায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম কাজল। অভয়নগরে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের শাহ ফরিদ জাহাঙ্গীর।
ময়মনসিংহ ব্যুরো জানায় : নির্বাচিতরা হলেন হালুয়াঘাট উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মাহমুদুল হক সায়েম, ফুলপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউল করিম রাসেল, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত মাহমুদ হাসান সুমন, গৌরীপুরে বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন, নান্দাইলে বিদ্রোহী প্রার্থী হাসান মাহমুদ জুয়েল, মুক্তাগাছায় বিদ্রোহী প্রার্থী আবদুল হাই আকন্দ, ভালুকায় বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ এবং ধোবাউড়ায় বিদ্রোহী প্রার্থী ডেভিড রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খুলনা ব্যুরো জানায় : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আটটি উপজেলার মধ্যে চারটিতে নৌকার বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। খুলনার রূপসা উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত কামাল উদ্দিন বাদশা।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান : নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মোল্লাহাটে শাহিনুল আলম ছানা, ফকিরহাটে স্বপন দাস এবং মোরেলগঞ্জে অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু নির্বাচিত হয়েছেন। এছাড়া মোল্লাহাটে সেলিম রেজা পুরুষ ভাইস চেয়ারম্যান এবং রুবিয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোরেলগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মোজাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম নির্বাচিত হয়েছেন। মংলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার হাই বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। কচুয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার নির্বাচিত হয়েছেন।
রামপালে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক লিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনেয়ারা মিলি নির্বাচিত হয়েছেন। শরণখোলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা আক্তার হাসি নির্বাচিত হয়েছেন। চিতলমারীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এসএম মাহাতাবুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেরা বেগম নির্বাচিত হয়েছেন।
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান : বামনা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হলেন মোঃ সাইতুল ইসলাম লিটু(নৌকা)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আলতাফ হোসেন হাওলাদার(চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমী খানম (ফুটবল)।
ভোলা জেলা সংবাদদাতা জানান : লালমোহন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রিন্সিপাল গিয়াস উদ্দিন আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে আবুল হাসান রিমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা বেগম বিজয়ী হয়েছেন। তজুমুদ্দিন উপজেলা স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন দুলাল (আনারস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) মহিউদ্দিন পোদ্দার (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম সাজু (কলস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
দৌলতখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিজয়ী হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মনজুরুল আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আইনুন নাহার রেনু নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান : নির্বাচিত হলেন যারা-নাসিরনগর উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. রাফিউদ্দিন আহমেদ। সরাইল উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আশুগঞ্জে উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. হানিফ মুন্সি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও) আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন। নবীনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান দোয়াত কলম প্রতীকে নির্বাচিত হয়েছেন।
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান : জেলার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আহসানুল আলম কিশোর (নৌকা), হোমনা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেহানা বেগম (নৌকা), বুড়িচং উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আখলাক হায়দার (আনারস) ও ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আবু তাহের (আনারস) নির্বাচিত হয়েছেন।
ফেনী জেলা সংবাদদাতা জানান : আ.লীগ সমর্থিত প্রার্থী আবদুর রহমান বি.কম নৌকা প্রতীকে পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জোসনা আরা জুসি নির্বাচিত হয়েছেন। এদিকে দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছে আ.লীগ সমর্থিত প্রার্থীরা।
অন্যদিকে ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল আলিম নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান : আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ প্রধান নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো: শরিফুল ইসলাম তাজু নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: শাকিলা বেগম নির্বাচিত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদাদাতা জানান : উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মাহমুদ হাসান সুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ফরিদ উল্লাহ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা হাসান নির্বাচিত হয়েছেন।
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান : ড. আহসানুল আলম সরকার কিশোর নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে অ্যাড. আবুল কালাম আজাদ তমাল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে সানোয়ারা বেগম লুনা নির্বাচিত হয়েছেন।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদাতা জানান : ডাঃ রাফিউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ফয়েজ ইয়াজ আল- হোসাইন ফয়েজ চিশতি নির্বাচিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক রুবিনা আক্তার কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান : রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ শাহজাহান ভুইয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহেল ভূঁইয়া (ভিপি সোহেল) চশমা প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা ফেরদৌসী আলম নীলা হাঁস প্রতীকে নির্বাচিত হয়েছেন ।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান : শ্রীনগর উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মসিউর রহমান মামুন জয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ ওয়াহিদুর রহমান জিঠু জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা বেগম কলস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।