Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বিজেপি ছেড়ে বাবা শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যাওয়াকে পুরোপুরি সমর্থন জানালেন অভিনেত্রী মেয়ে সোনাক্ষী সিনহা। একইসঙ্গে তিনি বলেন, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। আগামী ৬ এপ্রিল শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দেবেন।
সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সোনাক্ষী সিনহা। সেখানে তিনি বলেন, জয়প্রকাশ নারায়ণ, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানীর সময় থেকে তার বাবা দলের সদস্য। সেই সময় দলে সম্মানও ছিল অনেক বলেছেন সোনাক্ষী। তবে বর্তমান সময়ে এইসব নেতাদের প্রতি আর তেমন সম্মান দেখানো হয় না। গুরুত্ব দেওয়া হয় না। তিনি মনে করেন, তার বাবা দেরি করে সিদ্ধান্ত নিয়েছেন। আরও আনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন সোনাক্ষী।
প্রায় তিন দশক ধরে বিজেপির সঙ্গে যুক্ত শত্রুঘ্ন সিনহা। ২০১৪ সালে পাটনা সাহিব থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধ হয়। মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সমালোচনা করেছেন তিনি। ফলে এবার লোকসভা নির্বাচনে সেই কেন্দ্র থেকে রবিশংকর প্রসাদকে প্রার্থী করেছে বিজেপি। শত্রুঘ্ন সিনহার বিজেপি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত অনেকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এ সময় বাবার পাশে এসে দাঁড়িয়েছেন মেয়ে বলিউড তারকা সোনাক্ষী সিনহা। সূত্র : কলকাতা২৪।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ