Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারমে চ্যাম্পিয়ন হেমায়েত-মাকসুদা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৭:৫৯ পিএম

ক্যারম খেলায় জাতীয় চ্যাম্পিয়ন হেমায়েত মোল্লা দীর্ঘ দিন ধরেই। দেশের এক নং র‌্যাংকিংধারী এই খেলোয়াড়ের হাতেই উঠেছে স্বাধীনতা দিবস ক্যারমের শিরোপা। রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামস্থ ক্যারম ফেডারেশনের হল রুমে পুরুষ এককে হাফিজুর রহমান হাফিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হন হেমায়েত মোল্লা। নারী এককে ইডেন কলেজের সাবিনা আক্তারকে হারিয়ে শিরোপা জিতে নেন জামালপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার মাকসুদা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী। এ সময় দেশ টিভির সিনিয়র বার্তা সম্পাদক মাহামুদুল হাসান শামিম ও ক্যারম ফেডারেশনের সাধারন সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ক্যারমের উন্নতির জন্য সব থেকে বেশি দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। আমাদের খেলোয়াড় বেড়ে যাওয়ায় এখন আর আগের হল রুম পর্যাপ্ত নয়। আমাদের একটা বড় হল রুম প্রয়োজন।’ এবারের স্বাধীনতা দিবস ক্যারমে দশ জেলার প্রায় ৪০ জন পুরুষ ও ১০জন নারী খেলোয়াড় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যারম

২৭ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ