নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হওয়া স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্টের প্রথম দিনেই নারী জুনিয়র গ্রুপে আনিকা চ্যাম্পিয়ন ও ইসরাত জাহান লিজা রানার্সআপ হন। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অফিসে চার দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল হাসান শামীম। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। পুরুষদের একক এবং নারীদের সিনিয়র ও জুনিয়র এককের তিন ইভেন্টে ৬৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৫০ জন ও নারী ১৫ জন রয়েছেন।
স্বাধীনতা দিবস টেনিস
স্পোর্টস রিপোর্টার : ফিল্ম ভ্যালি টেনিস ক্লাব স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টে পুরুষ ও নারী এককের সেমিফাইনাল গতকাল অনুষ্ঠিত হয়েছে। এদিন রমনাস্থ শেখ জামাল টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের সেমিফাইনালে রুবেল হোসেন ৬-২, ৬-৩ গেমে জুয়েল রানাকে এবং রঞ্জন রাম ৬-১, ৪-০ (অবসর) গেমে আরিফ হোসেনকে হারিয়ে ফাইনালে ওঠেন। অন্যদিকে নারী এককের সেমিফাইনালে সুস্মিতা সেন ৬-০, ৬-১ গেমে তানজিলা আক্তারকে এবং সুবর্ণা খাতুন ৭-৫, ৭-৫ গেমে মাসফিয়া আফরিনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।