মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নির্বাচন এলেই প্রচারে নানা কৌশল লক্ষ্য করা যায়। গতবার নির্বাচনের আগে সাড়া ফেলেছিল নরেন্দ্র মোদির অবয়বের জলছাপ দেয়া শাড়ি। এবার বাজারে এলো মমতা শাড়ি! তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখায়বের ছাপ দেয়া শাড়ি বেশ সাড়া ফেলেছে বাজারে। তৃণমূল সমর্থকরা লাইন ধরে কিনছেন সেই শাড়ি। সেই শাড়ি পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে ফেলছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়।
কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায় যে শাড়িটি পরেছেন, তাতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি। অনন্যা চট্টোপাধ্যায় জানান, এই শাড়ি সব নারী প্রার্থী পরবেন। তার ভাষায়- আমি পরছি, মিমিকেও (মিমি চক্রবর্তী) পরাব। নুসরাতও পরবে। বাংলার মেয়েরা তো পরছেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেব। তৃণমূল প্রার্থী টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাতের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন অনন্যা। এর আগে ২০১৪ সালের নির্বাচনের আগে এমন শাড়ি গুজরাটে ছড়িয়েছিল মোদির মুখাবয়ব দিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।