Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনিবার স্বর্ণের জন্য লড়বেন রোমান সানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ৯:০৭ পিএম

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে শনিবার স্বর্ণপদকের জন্য লড়বেন বাংলাদেশের কৃতি আরচ্যার রোমান সানা। আসরের রিকার্ভ একক ইভেন্টে কাজাখস্তানের আবদুল লিন ইলফাতেদরে বিপক্ষে লড়াই করবেন তিনি। একদিন আগেই দেশকে খুশীর সংবাদ দিয়েছিলেন রোমান। তবে রোমান সানার পর এবার দলগতের সেমিফাইনালে উঠে আশা জাগিয়েছিলেন লাল-সবুজের আরচ্যাররা। কিন্তু সেখান থেকে ছিটকে পড়তে হয় তাদের। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত কম্পাউন্ড মহিলা দলগতের কোয়ার্টার ফাইনলে বাংলাদেশের সুস্মিতা বণিক, বন্যা আক্তার ও শ্যামলী রায় ২২০-২১৫ স্কোরে ইরানকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেমিতে ভারতের কাছে ২৩৩-২১৬ স্কোরে হেরে বিদায় নিতে হয় তাদের। ব্রোঞ্জ পদকের ম্যাচেও বাংলাদেশ ২০০-২২৯ স্কোরে কাজাখস্তানের বিপক্ষে হেরে যায়। কম্পাউন্ড পুরুষ দলগতের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২২৮-২২২ স্কোরে হেরে বিদায় নেন বাংলাদেশের অসীম কুমার দাস, আবুল কাশেম ও শেখ সাজিব। কম্পাউন্ড মিশ্র দলগতে বাংলাদেশের অসীম কুমার দাস ও সুস্মিতা বণিক ১৫২-১৫০ স্কোরে ফিলিপাইনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমিফাইনালে উঠার লড়াইয়ে মালয়েশিয়ার কাছে ১৫৪-১৪৮ স্কোরে হেরে বিদায় নেন। শনিবার শেষ দিনে রিকার্ভ বিভাগের পুরুষ একক ও দলগত, মহিলা একক ও দলগত এবং মিশ্র দলগত ইভেন্টে পাঁচটি স্বর্ণপদকের লড়াই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরচ্যার

৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ