প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে উৎসর্গ করে গান লিখেছেন কবি-গীতিকার সুজন হাজং। ‘রাসেল আমাদের স্বাধীনতা’ শিরোনামে গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছেন যাদু রিছিল। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক মুহিন। সুজন হাজং বলেন, শেখ রাসেলের আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে আরো মহান করেছে। এই দেশটাকে ভালোবেসে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন। অথচ এই দেশের স্বাধীনতার মহান কারিগর তিনিই। এ কারণেই শেখ রাসেলকে স্মরণ করে গানটি আমি লিখেছি। গানটি তাঁকেই উৎসর্গ করেছি। কণ্ঠশিল্পী মুহিন বলেন, চমৎকার কথার গান। গানটির মাধ্যমে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজকের এই মাথা উচুঁ বাংলাদেশের পেছনে বঙ্গবন্ধু পরিবারের যে আত্মত্যাগ, তা স্মরণ করা হয়েছে। গানটি গাইতে পেরে আমারো ভালো লেগেছে। গানটি সুজন হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।