Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদিদের বিরুদ্ধে নই আমরা, কিন্তু দখলদারকে স্বীকৃতি দিতে পারি না

টেলিভিশন চ্যানেলকে প্রদত্ত সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

ইসরাইলকে লুটেরা রাষ্ট্র বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তানে তিনদিনের সফর শেষে দেশে ফিরে যাওয়ার আগে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে নই, কিন্তু ফিলিস্তিনি ভূখÐ দখলের দায়ে ইসরাইলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারি না। মাহাথির বলেন, আপনি অন্য দেশের ভূখÐ দখল করে একটি রাষ্ট্র গঠন করতে পারেন না। এটা লুটেরা রাষ্ট্রের কাজ। গোলান মালভূমিকে ইসরাইলি ভূখÐ হিসেবে স্বীকৃতি দিতে এখনই উপযুক্ত সময় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার একদিন পর মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী এসব কথা বললেন। ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে আছে ইসরাইল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদ পাকিস্তান ডে প্যারেডে অংশ নিয়ে তিনদিনের সফর শেষে শনিবার দেশে ফিরে গেছেন। পাকিস্তানের গণমাধ্যম মাহাথিরের এ সফরকে সফল বলে মন্তব্য করেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তার এই সফরের আগে ট্রাম্প গোলান মালভূমিকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান। ওয়েবসাইট।

 



 

Show all comments
  • ABU ABDULLAH ২৫ মার্চ, ২০১৯, ১২:২৪ পিএম says : 0
    THANK YOU MAHATIR MOHAMMAD
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইহুদি

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ