বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘মুক্তির আলোয় আলোকিত করি ভূবন’ এই শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব-২০১৯’।
বিকাল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন চলবে ২৭ মার্চ পর্যন্ত।
রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে উৎসবের আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান, ২০১৭ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হচ্ছে। ২৫ই মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের প্রক্রিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
তিন দিনব্যাপী উৎসবে - ২৫ই মার্চ সকাল ১০টায় কেন্দ্রীয় ক্যাফেরেটিয়া প্রাঙ্গণে মুক্তিসংগ্রাম আর্ট ক্যাম্প ও স্থির চিত্র প্রদর্শনী, দুপুর আড়াই টায় জহির রায়হান মিলনায়তনে মুক্তি সংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৫টায় আলোচনা।
২৬ই মার্চ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং উৎসবের শেষ দিন প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে আলোচনা, সাংস্কৃতিক এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশে সমাজ বিনির্মানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯জন ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ তারিকুল ইসলাম, কামরুল হাসান ও মো. কামরুজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।