নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারি টুর্নামেন্টের সেমিফাইনালে চোখ লাল-সবুজের আরচ্যারদের। এমন তথ্য জানান, বাংলাদেশ দলের জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রেডরিক বলেন,‘এশিয়া কাপে আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা। তবে পদকের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছি না। আমার দলের আরচ্যাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে পদক জিততে।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল, বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং পৃষ্ঠপোষক সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী ।
আগামীকাল থেকে ৩০ মার্চ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট। এতে অংশ নিতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় আরচ্যারি দল। তবে ভিসা জটিলতায় দু’ভাগে ব্যাংকক যেতে হচ্ছে বাংলাদেশের আরচ্যারদের। দুুপুরে রওয়ান হবেন ১৭ সদস্যের মধ্যে ১৪ জন। আর রাতে যাবেন বাকি তিনজন। দলের আরচ্যাররা হলেন- রিকার্ভ বিভাগে রোমান সানা, ইমদাদুল হক মিলন, হাকিম আহমেদ রুবেল, বিউটি রায়, নাসরিন আক্তার ও দিয়া সিদ্দিকী এবং কম্পাউন্ড বিভাগে শেখ সজিব, অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন, সুস্মিতা বণিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়। তবে এশিয়া কাপগামী দলের নতুন সদস্য দিয়া সিদ্দিকী।
এবারের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারির রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পাঁচটি করে ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের আরচ্যাররা। এগুলো হলো- পুরুষ ও মহিলা একক ও দলগত এবং মিশ্র দলগত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।