Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আরব আমিরাতে প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ৬:৩১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দুই নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন। দেশটির বাদশাহ শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সপ্তাহে রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে খাদিজা আল মালাস ও আল কুতবি নামে দুই নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেন। খবর আরব নিউজ।
দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আবর আমিরাত সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে মধ্যপ্রাচ্যে ইসরাইল তাদের শরিয়া আদালতে প্রথমবারের মতো একজন আরব মুসলিম নারী অ্যাটর্নিকে বিচারক হিসেবে নিয়োগ দেয়।
বাদশা নাহিয়ান আপিল বিভাগের বিচারপতি হিসেবে খাদিজা খামিস আল মালাস এবং নিম্ন আদালতের বিচারপতি হিসেবে সালামা রশিদ আল কুতবিকে নিয়োগ করেছেন। ফেডারেল কোর্টে প্রথম দুই নারী হিসাবে নিয়োগ পাওয়ায় তারা বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ