বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিরলের ধর্মপুর ইউপি’র এনায়েতপুর বিওপি’র আয়োজনে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে র্যালী বের হয়ে এনায়েতপুর বিওপি এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এনায়েতপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আমিরুল ইসলাম, ল্যান্স নায়েক (এল এন কে) মোঃ সালা উদ্দিন, সিপাহী মোঃ মোবারক হোসেন, মোঃ নাজমুল হক, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ সরকার, সহকারী শিক্ষক হরেন্দ্রনাথ সরকার, খাদিজা পারভীন, বেবী নাজনীন, মুরশালীন, প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, সাংবাদিক আতিউর রহমান, মতিউর রহমান ও সুবল রায় বক্তব্য রাখেন।
বক্তারা মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠান সমূহে সকলকে উপস্থিত থেকে এর সুফলগুলো বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্দভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।