Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউক্রেন ইস্যুতে বিরল আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩০ এএম

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা হয়েছে। এজন্য বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘকে ফোন দেন, যা ছিল নজিরবিহীন ঘটনা। যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এদিকে দুই দেশের মধ্যে হওয়া আলোচনার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে চীন জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে চীনকে না জড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে। তাছাড়া সমুদ্রে সামরিক উত্তেজনা না বাড়ানোর জন্যও চীনের প্রতিরক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন। ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে শুরু থেকেই চীনকে চাপে রাখছে যুক্তরাষ্ট্র। দেশটি যাতে রাশিয়াকে সাহায্য করতে না পারে সে দিকে নজর রাখা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনার খবর এল। অন্যদিকে চীনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একত্রিকরণ ও ইউক্রেনে রাশিয়ার হামলা এক বিষয় নয়। এই দুই বিষয়ের মধ্যে কোনো মিল নেই। এদিকে রাশিয়া সফলভাবে সারমাট নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি নিয়ে গর্ব করে বলেছেন, এটি শত্রুদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন ইস্যুতে বিরল আলোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ