Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিরল রোগে আক্রান্ত শিশু সার্থক

চিকিৎসার জন্য দরকার প্রায় ২৫ কোটি টাকা

হালিম আনছারী, রংপুর থেকে | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

সবে মাত্র ৫ বছরে পা দিতে চলেছে শিশু সার্থক। কিন্তু বিছানাতেই কাটছে তার রাত-দিন। এক কঠিন এবং দুরারোগ্য ব্যাধি তাকে ধিরে ধিরে মৃত্যুর দিকে ধাবিত করছে। অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন তার গরীব পিতা-মাতা। সন্তানের সুচিকিৎসায় তারা বিত্তবানদের সাহায্য চেয়েছেন তারা।
রংপুর মহানগরীর ধাপ হাজী পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুল ইসলামের ছেলে আজমাইন নাফি নুর সার্থক। শিশুটিকে দেখলে কিংবা কথা শুনলে মনেই হয় না যে- সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না।
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক এক বিরল ও দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে তার শরীরে। যার চিকিৎসা বাংলাদেশে নেই। বিদেশে নিয়ে জিন থেরাপীর মাধ্যমে হয়তো এই রোগ থেকে নিরাময় লাভ করা সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন অনেক টাকার। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

সার্থক এর বাবা আমিনুল ইসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ইতোমধ্যে সন্তানের চিকিৎসায় প্রায় সবটুকুই শেষ করেছেন। তিনি জানিয়েছেন, বিদেশে নিয়ে জিন থেরাপীর জন্য প্রায় ২৫ কোটি টাকার প্রয়োজন। যা তার পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। সার্থক এর মা শাহানা শারমিন স্নিগ্ধা জানিয়েছেন, শুধুমাত্র এন্টিবায়োটিক আর ইনজেকশন দিয়েই বাঁচিয়ে রাখা হয়েছে। মাঝে মাঝে আইসিইউতে নিতে হচ্ছে। সন্তানের চিকিৎসায় ইতিমধ্যে সংসারের সবকিছুই শেষ করা হয়েছে। তার চিকিৎসায় প্রতিদিনের খচর অনেক। যা তাদের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না। তিনি তার শিশু সন্তানের চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন।

শিশু সার্থক এর ডাক্তার জানিয়েছেন, এটি একটি বিরল রোগ। যার চিকিৎসা এদেশে নেই। বিদেশে নিয়ে জিন থেরাপির মাধ্যমে এ রোগের চিকিৎসা দিতে হবে। যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
এদিকে, শিশু শিশু সার্থকের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ জানান, পৃথিবীতে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা মাত্র চারজন। তাই এই রোগের চিকিৎসাও অত্যন্ত অপ্রতুল ও ব্যয়বহুল। সার্থককে সব সময় ডাক্তারদের পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে থাকতে হচ্ছে। এই শিশুর মা-বাবা তাদের সর্বস্ব দিয়েই চিকিৎসার ব্যয় যোগান দিয়ে যাচ্ছেন। তবে এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান মানুষ’সহ সকলেই যদি নিজেদের অবস্থান থেকে শিশু সার্থকের পাশে দাঁড়ান, তবেই হয়তো বিরল রোগটিকে পরাজিত করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সার্থক। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- আমিনুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংক রংপুর শাখা, একাউন্ট নং-৭০১৭৫১৮০১২৩০৭ মোবাইল নং-০১৭৩৫৯৭৫০৯৩



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরল রোগে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ