Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ বছর পর জুটি হয়ে ফিরছেন অর্পিতা-শাশ্বত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

১৯৯৯ সালের ‘তুমি এলে তাই’ আর আসন্ন ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র মধ্যে একটি বড় মিল আছে। এর মধ্যে অনেকেই জেনে গেছে চল”িচত্রটিতে শাশ্বত চ্যাটার্জি রূপায়িত হবু চন্দ্রের রানি কুসুমকলির ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি। উল্লেখ্য ‘তুমি এলে তাই’ দিয়েই অর্পিতার চল”িচত্রে অভিষেক হয়েছিল আর তাতে তার নায়ক ছিলন শাশ্বত। পুরো দুই দশক পর এই দুই শিল্পীকে এক চল”িচত্রে দেখা যাবে। অর্পিতা এমনিতে খুব বেছে ফিল্ম নেন। কিন্তু ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’কে সায় দিলেন কেন? অভিনেত্রীটি জানান ধারণাটি তার পছন্দ হয়েছিল তাই। “চিত্রনাট্য পড়ার পর সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র কথা আমার মনে আসে। এটিও একটি রাজনৈতিক প্রহসন, অনেক হাস্যরস দিয়ে অত্যন্ত যতেœর সঙ্গে নির্মাণ করা হয়েছে। সংলাপগুলোও ছন্দে লেখা। এমন ফিল্ম এখন খুব দেখা যায় না। আমি এতে সংশ্লিষ্ট হতে পেরে আনন্দিত। শাশ্বত এবং খরাজ (মুখার্জি) দারুণ অভিনেতা। ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র শুটিং গত সপ্তাহে শুরু হয়েছে; ফিল্মটি এই বছর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে। দেব এন্টারটেইনমেন্ট ভে ারের ব্যানারে চল”িচত্রটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুটি

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ