Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ২:৪০ পিএম

রাজধানীর রায়েরবাগে মেলায় বৈদ্যুতিক রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিথী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিথী রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও সৌদি প্রবাসী ছিলেন আবু সাঈদের মেয়ে।
নিহত বিথীর চাচাতো ভাই সুমন জানান, বিথীর মা বাড়িতে না থাকায় সকালে সে বাসার পাশে একটি মেলায় ঘুরতে যায়। সেখানে বৈদ্যুতিক নৌকার রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিথী। পরে স্থানীয়রা বিথীকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য বিথীর লাশ মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ