Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ পানি সঙ্কটে ম্যানিলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কয়েক বছরের মধ্যে ভয়াবহ পানি সঙ্কট দেখা দিয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। পানির ট্যাঙ্কার ট্রাক থেকে বালতি ভরার জন্য পরিবারগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে, কিছু হাসপাতাল অপেক্ষাকৃত কম জরুরি রোগীদের ফিরিয়ে দিতে শুরু করেছে। খবর এএফপি। ম্যানিলায় প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের বাস। অনাবৃষ্টি এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারণে নানা সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে রাজধানীর প্রায় অর্ধেক বাড়িতে ৪-২০ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ থাকছে। গত সপ্তাহের শেষদিকে রাজধানীতে পানি ঘাটতি দেখা দেয়। সে সময় পূর্ব ম্যানিলার বেশকিছু অঞ্চলের বাড়িগুলোয় পানি সরবরাহ একেবারে বন্ধ করে দেয়া হয়। রাজধানীতে পানি সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের একটি ম্যানিলা ওয়াটার কোম্পানি জানিয়েছে, পানি সঙ্কট সমন্বয়ের জন্য বর্তমানে শহরের বিভিন্ন অঞ্চলে পালাক্রমে পানি সরবরাহ বন্ধ রাখা হবে। পানির ঘাটতির কারণে চিকিৎসাকেন্দ্রগুলো ভর্তি সীমিত করতে বাধ্য হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ