প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরিবর্তন এর ৩৩তম পর্ব প্রচার হবে আজ ১৭ মার্চ রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৮ পরিবেশনা দিয়ে। মার্চ মাস স্বাধীনতার মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সাথে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, ইত্যাদি বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরী করা হয়েছে ৩টি নতুন গান। সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী বিন্দু কণা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকবি আব্দুল মোতালেবের কথায় বাসুদেব ঘোষের সুর ও সংগীতে একটি গান গাইবেন জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নি। জাহিদ আকবরের লেখা সুজন আরিফের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গান গাইবেন চারজন প্রতিশ্রæতিশীল শিল্পী শামীম হাসান, অন্তর রহমান, বন্যা তালুকদার এবং চিত্রা। ফাহমিদা নবী ও আরফিন রুমির গাওয়া দুটি দেশাত্মবোধক গানের অংশ বিশেষের সাথে সোহাগ ড্যান্স ট্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিও গ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমান ও রুহানী সাল সাবিল লাবণ্য। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মাস মার্চ মাস বিষয়ক শব্দমালা নিয়ে। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টোচলা, হিট করছে, মমিন-হাতেম, দুইমহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিতপর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনা বলি, নানা অসংগতি ও ত্রæটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্য রসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে মোবাইল ডাটা, মুক্তিযোদ্ধা ভাতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, শিক্ষকদের কোচিং বাণিজ্য, ডাক্তারদের প্রাইভেট প্র্যাক্টিস, পরনিন্দা পরচর্চা, ঘুষ দুর্নীতি ও বিদেশী অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।