মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবহাওয়াপরিবর্তন মোকাবেলায় চলমান বিনিয়োগ বৃদ্ধিতে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে)। এটি কেন্দ্রীয় পর্যায়ের ব্যাংকগুলোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনার পাশাপাশি করোনার কারণে যেসব ব্যবসা খাত ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ঋণ প্রদান, অর্থনীতির পুনরুদ্ধারসহ সার্বিক উন্নয়নে যে বিশাল প্রণোদনা প্যাকেজ দিয়ে আসছিল, সেটিও চলমান থাকবে বলে জানা গেছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি বছরের শেষ নাগাদ আবহাওয়াপরিবর্তন রোধে যে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, সেটি প্রকাশ করে হবে। সেই সঙ্গে জুলাইয়ে ব্যাংকের নীতিনির্ধারক পর্যায়ের বৈঠকে এ পরিকল্পনার একটি খসড়া উপস্থাপন করা হবে বলেও জানানো হয়। এক বিবৃতিতে ব্যাংক অব জাপান জানায়, আবহাওয়াপরিবর্তনের বিষয়টি দেশের অর্থনীতি, পণ্যের দাম এবং জনগণের আর্থিক অবস্থার ওপর স্বল্প ও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে। বেসরকারি এ খাতগুলোয় যদি সহায়তা দেয়া অব্যাহত রাখা যায়, তবে তা অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল হতে সাহায্য করবে। এ পরিকল্পনার আওতায় আবহাওয়াপরিবর্তন রোধে যেসব প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করে আসছে, তাদের আরো ঋণ প্রদানের ব্যবস্থা করবে বিওজে। তবে নতুন এ পরিকল্পনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।