বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপের চাপায় মো. জোবায়ের (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক আবুল হোসেনকে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জোবায়ের পেশায় একজন শ্রমিক ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকায়।
স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজার থেকে যাত্রী নিয়ে জিপটি (ঢাকা ল-৩৪০) লামা সদরে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কে মুজিবুরের দোকানের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে জোবায়রকে চাপা দেয়। জোবায়ের ওই সময় রাস্তা সংস্কারের কাজ করছিলেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, গাড়ি ও গাড়ির চালককে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।