মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মাসিক বেতন এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বেতনের চেয়েও কম। বুধবার পাঞ্জাবে মন্ত্রীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর অবিশ্বাস্য এ কাণ্ডটি ঘটেছে। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে পাকিস্তানজুড়ে। সোশ্যাল মিডিয়ায় চলছে নানান বিশ্লেষণ।
প্রধানমন্ত্রী ইমরান খানসহ কেন্দ্রীয় মন্ত্রীরাও সমালোচনা করছেন বিষয়টির। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মূল বেতন ১ লাখ ৭ হাজার ২৮০ টাকা। অতিথি আপ্যায়নের জন্য তিনি বাড়তি ৫০ হাজার টাকা পান। এডহক রিলিফ এলাউন্স হিসেবে পান ২১ হাজার ৪৫৬ টাকা। এর সঙ্গে বাড়তি দুটি এডহক এলাউন্স বরাদ্দ আছে প্রধানমন্ত্রীর জন্য। এর একটি হল ১২ হাজার ১১০ টাকার আরকটি ১০ হাজার ৭২৮ টাকা। এ থেকে ৪ হাজার ৫৯৫ টাকা আয়কর দিতে হয় তাকে। সবমিলিয়ে ইমরান খানের মাসিক বেতন হয় ১ লাখ ৯৬ হাজার ৯৭৯ টাকা।
অন্যদিকে নতুন বেতন স্কেল অনুযায়ী পাঞ্জাবের সাধারণ মন্ত্রীদের বেতন হবে দুই লাখের কাছাকাছি। আর মুখ্যমন্ত্রী ওসমান বাযদারের বেতন ৩ লাখ ৫০ হাজার টাকা। বুধবার নতুন এ স্কেল ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে পাকিস্তানে। সূত্র : জি নিউজ ও এক্সপ্রেস নিউজ উর্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।