Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে নালায় নবজাতকের লাশ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারো রশিয়ার দাদনচক এলাকার একটি ডোবানালা খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ওই খাল থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটিকে কেউ হত্যা করে খালের পানিতে ফেলে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এরআগে বুধবার একই স্থানে ওই নবজাতকের লাশ প্রথমে ভাসতে দেখে এলাকাবাসি। পরে শিবগঞ্জ থানার এসআই রিপন কুমার ঘটনাস্থলে গিয়ে মরদেহ খুঁজে না পেয়ে ফিরে আসেন। অবশেষে রাতে আবারো মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের কর্মবিরতি
ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিআরডিবির মূল কর্মসূচী (উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ) এর কর্মচারীদের চাকুরী রাজস্ব করনের দাবিতে সপ্তাহব্যাপী কালোব্যাচ ধারণ ও কর্মবিরতি পালন। রোববার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচী চলে। ইন্দুরকানী ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান জানায়, বিআরডিবির ৪৪ তম বোর্ড সভায় মাননীয় মন্ত্রীর সভাপতিত্তে¡ বিআরডিবির মহাপরিচালকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট কমিটর রাজস্ব করনের সুপারিশের প্রেক্ষিতে ১১/০৪/২০১২ইং সালের মন্ত্রনালয়ের এক জরুরী সভায় বিআরডিবিভূক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারীদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচী চলছে। আমরা উক্ত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি। দাবি দাওয়া আদায়ে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে আগামী ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে ৪৯০ উপজেলার সকল কর্মচারীদের নিয়ে মানবন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হবে এবং ২১ মার্চ বিআরডিবি সদর দপ্তর কাওরান বাজারে অবস্থান কর্মসূচী পালিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতকের লাশ

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ