Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি সিনেমা আমদানি সহজ না করলে ১২ এপ্রিল থেকে হল বন্ধের ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

দেশে বিদেশি সিনেমার প্রবেশের সহজ নীতিমালা ও দেশীয় সিনেমা নির্মাণ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ বিষয়ে সরকার যদি আনুষ্ঠানিক উদ্যোগ না নেয় তাহলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। সংগঠনটির সভাপতি ও মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, সরকারের সুদৃষ্টি ও আমাদের দাবিগুলো না মানা হলে ১ মাস পর অর্থাৎ ১২ এপ্রিল থেকে দেশের সব হল বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, হল মালিকদের নিয়ে বসে পুরো বিষয়টির সুরাহা করতে চান। তার আগে তথ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে তেমন কোন সুরাহা হয়নি। তিনি বলেন, বছরের প্রথম দুই মাসে ব্যবসা করার মতো কোন চলচ্চিত্র মুক্তি পায়নি। যা মুক্তি পেয়েছে সেগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। ৩ মাসে মানসম্পন্ন কোনো সিনেমা মুক্তি পায়নি। একারণে হলগুলো মোটামুটি অচল অবস্থায় আছে। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা হল বাঁচাতে বিদেশি সিনেমা দেশে আনতে সাফটা চুক্তির নীতিমালা আরও সহজ করার দাবি জানান। তারা হলিউডের সিনেমার মতো হিন্দি ও উপমহাদেশীয় চলচ্চিত্র মুক্তির প্রথম দিনেই বাংলাদেশে আনার দাবি করেন তারা। এদিকে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীরা এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের মতে সাফটা চুক্তির আওতায় নতুন সিনেমা মুক্তি দিলে দেশীয় চলচ্চিত্র ক্ষতির মুখোমুখি হবে। উল্লেখ্য, সাফটা চুক্তির আওতায় মধুমিতা মুভিজ গত বছরের ৩ ডিসেম্বর আমদানি করে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা বিসর্জন। সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। অন্যদিকে গত বছর ৩০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ একটি আদেশ দেন। যেখানে বলা হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, পূজা ও পহেলা বৈশাখের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বাইরের দেশের কোনও চলচ্চিত্র দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ