পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর তুরাগ তীরে গতকালও উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চারদিন বিরতির পর গতকাল সকাল থেকে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দফায় ১৬ তম দিনের মতো এ উচ্ছেদ শুরু হয়। অভিযানে পাকা, আধাপাকা ও কাঁচা ভবন মিলিয়ে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুরের ঢাকা উদ্যান এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ হাসানাত বলেন, সকাল থেকে অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে- চারতলা ভবন ১টি, তিনতলা ২টি, দোতলা ৫টি, একতলা ৬টিসহ মোট ১৪টি পাকা ভবন উচ্ছেদ করা হয়। এছাড়া আধাপাকা ভবন ৩টি, বাউন্ডারি ওয়াল ৩টি, পাথর-বালির স্তূপ ১৫টি ও ২০টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। আজ বুধবারও রামচন্দ্রপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চলবে। এর আগে গত ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের তীর থেকে এক হাজার ৭২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, উচ্ছেদের পর সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে দেয়া হবে। এছাড়া দখলমুক্ত এলাকার ভেতরে গাছ লাগানো হবে যাতে কেউ আবার দখল করতে না পারে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, কয়েকটি চক্র ঢাকা উদ্যান ছাড়াও আশপাশের বসিলা হাউজিং ও চন্দ্রিমা হাউজিংয়েও একইভাবে নদীর জায়গা দখল করে ব্যবসা করে আসছে। ধারাবাহিকভাবে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চার পর্যায়ে মোট ১২ দিন বুড়িগঙ্গা ও তুরাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে। সে সময় বছিলা এলাকায় তুরাগ নদের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা ‘আমিন-মোমিন হাউজিং লিমিটেড’ নামে হাউজিং প্রকল্প সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া ছাড়াও ১ হাজার ৭৪১টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয়েছিল প্রায় ২৪ একর তীরভূমি। এই সময়কালে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনের তিন মাসের কারাদন্ডসহ কয়েকজনের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।