বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সর্বনান্দ ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিন উপজেলার নলডাঙ্গা কলেজপাড়ার আলাউদ্দিনের ছেলে। সে স্থানীয় রামভন্দ্র ডিবিএইচ শিশু নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সর্বনান্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, সকালে আল-আমিনসহ তিন শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে নতুন হাট এলাকায় একটি ট্রাক্টর পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়। এসময় আহত হয় অপর দুই শিক্ষার্থী। আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার ওসি এস. এম আব্দুস সোবহান জানান, দুর্ঘটনার প্রতিবাদে নতুনবাজার এলাকায় বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।