Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১:০১ পিএম

চতুর্থ দিন শেষে ১৪১ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে আছে ৭ উইকেট। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২২১ রানের লিড নিয়ে থামে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪ রানেই ফেরেন আগের টানা তিন ইনিংস হাফসেঞ্চুরি করা তামিম ইকবাল।

ব্যক্তিগত ১০ রানে ফেরেন পুরো সিরিজেই ব্যর্থ হওয়া মুমিনুল হক। অনেকটা সময় চেষ্টা করেও মাত্র ২৯ রানে ফিরে যান ওপেনার শাদমান। দিন শেষে ২৫ রানে মোহাম্মদ মিঠুন ও ১২ রানে সৌম্য সরকার অপরাজিত থাকেন।

দুটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। আর একটি নেন হেনরি।

এর আগে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের শুরু দিকেই দুইবার জীবন পান নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। আর সেই মাসুলই দিলো বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি করে তবেই ফিরলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আর দলকে দিয়ে গেলেন বড় সংগ্রহ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২১ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেন কেন উইলিয়ামসন।

দ্বিতীয় টেস্টের প্রথম দুইদিন বৃষ্টিতে ভেসে গেলেও তৃতীয় মাঠে নামতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড। শুরুটা ভালো হলেও ২১১ রানের বেশি করতে পারেনি টাইগাররা। বল হাতে প্রথম ইনিংসের শুরুটাও ভালো করে বাংলাদেশের পেসাররা।

তৃতীয় দিন শেষ বিকেলে এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি বেশ চাপে রাখে কিউই দুই ওপেনারকে। মাত্র ৮ রানেই দুই ওপেনারকে ফিরিয়েও দেন আবু জায়েদ। চতুর্থ দিন সকালেও দুই পেসার তাদের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হন।

কিন্তু দুইবার জীবন পাওয়া রস টেইলর এগিয়ে নিতে থাকেন দলকে। আবু জায়েদের ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে শর্ট কভারে দাঁড়িয়ে থাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচ ছাড়েন। এক বল পরই স্লিপে দাঁড়িয়ে থাকা শাদমানও ছাড়েন টেইলরের তুলে দেওয়া ক্যাচ। সে সময় তার নামের পাশে মাত্রই ২০ রান। কিন্তু শেষ পর্যন্ত ২০০ রান পূর্ণ করে মোস্তাফিজুর রহমানের বলে ফেরেন।

টেইলরের সঙ্গে লেগে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১৭২ রানের জুটি। ইনিংসের ৪০তম তাইজুল ইসলামের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৭৪ রানে সাজঘরে ফেরেন উইলিয়ামসন।

হেনরি নিকোলসও তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আবু জায়েদ। তিনি নেন তিন উইকেট। এছাড়া দুই নেন স্পিনার তাইজুল ইসলাম ও একটি উইকেট নেন মোস্তাফিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ