Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১৫

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৭:০১ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টরসহ মোট ১৫ জন আহত হয়। জুনিয়র-সিনিয়রের মধ্যে বাকবিতন্ডাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন ও সিনিয়র নেতা মুশফিকুর রহমান জিয়া সমর্থকদের মাঝে এ সংঘর্ষ হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে সাখাওয়াত ও জিয়া’র অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয় গ্রুপের কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বিশ^বিদ্যালয়ের জিয়া গ্রুপের কর্মী সোহেল রানাকে মারধর করে সাখাওয়াতের অনুসারীরা। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে শাহপরান হলের সামনে জিয়া গ্রুপের কর্মীরা সাখাওয়াতের অনুসারী আব্দুল বারী সজিব ও মাহবুবুর রহমানকে মারধর করে। এ জের ধরে উভয় গ্রুপ শাহপরাণ হলের সামনে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান, সহকারী প্রক্টর আবু হেনা পহিল ও আইপিই বিভাগের শিক্ষক মাহাথির মোহাম্মদ বাপ্পী আঘাতপ্রাপ্ত হন।

বর্তমানে সাখাওয়াত গ্রুপের আব্দুল বারী সজিব ও রেজাউল করিম তানভীর এবং জিয়া গ্রুপের সোহেল রানা, সাব্বির ও মামুন শাহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, র‌্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ। আমার মোট সাতজন কর্মী আহত হয়েছে। এর মধ্যে আব্দুল বারী সজিব ও রেজাউল করিম তানভীর হাসপাতালে ভর্তি রয়েছে।

মুশফিকুর রহমান ভূইয়া জিয়া বলেন, সাখাওয়াতের অনুসারীরা আমার কর্মীদের আগে মারধর করে। পরে বিষয়টি হল পর্যন্ত গড়ালে আমি আমার কর্মীদের শান্ত করে বঙ্গবন্ধু হলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এর মধ্যে অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়।

ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান বলেন, অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ। আমি সহ আরো দুজন শিক্ষকের গায়ে ইট পাটকেলের আঘাত লেগেছে। ঘটনায় জড়িতদের সনাক্ত করে বিচারের প্রক্রিয়া আনা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ