Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মাসেতুর তিনটি হ্যামার নষ্ট : ৪দিন ধরে পাইলিং বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:২৬ পিএম

তিনটি হ্যামার নষ্ট হয়ে যাওয়ায় চারদিন ধরে পদ্মাসেতুতে পাইল ড্রাইভিং এর কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
৩৫০০ কিলোজুল, ২৪০০ কিলোজুল ও ১৯০০ কিলোজুল ক্ষমতার তিনটি হাইড্রোলিক হ্যামার মেরামত করার পর পিলারের পাইলিং ফের শুরু হবে। তবে তা কবে নাগাদ ঠিক হবে তা জানাতে পারেননি প্রকৌশলীরা।
এক প্রকৌশলী বলেন, বিশ্বর সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন এসব হ্যামারের এককেটি দুই লাখবার পাইলের ওপর ব্লো (আঘাত) করার পর সার্ভিসিং করতে হয়। আর আট লাখ ব্লো করার পর অনেক যন্ত্রাংশ বদল করতে হয়। এর আগেও কয়েকবার হ্যামারগুলো নষ্ট হয়েছিল। পদ্মাসেতুর জন্য মোট পাঁচটি হ্যামার আনা হয়েছিল। এর মধ্যে দু’টি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। বাকি তিনটি দিয়ে কাজ চলছিল। কয়েকদিন আগে সেগুলোতে সমস্যা দেখা দেয়। হাইড্রোলিক হ্যামারগুলো ঠিক করতে জার্মান প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, এমএনসিকে কোম্পানির হ্যামারগুলো ঠিকাদার প্রতিষ্ঠানের। পদ্মাসেতুর কাজ শেষে ঠিকাদার প্রতিষ্ঠান নিজেদের হ্যামারগুলো নিয়ে যাবে। জার্মান থেকে আসা ২৪ জন টেকনিশিয়ান হ্যামারগুলো চালান।

মূল সেতুর প্রকৌশল সূত্র জানায়, মাওয়া ও জাজিরায় আটটি স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে পদ্মাসেতুর ১২০০ মিটার। সেতুর ২১টি পিলারের কাজ শেষ হয়েছে। পাইল ড্রাইভিং এর কাজ চলছিল সেতুর ৬,৭,৮,১০,৩০ নম্বর পিলারে। পদ্মাসেতুর ২৬২টি পাইলের মধ্যে এ পর্যন্ত ২০৯টি পাইল বসানো হয়েছে। বাকি ৫৩টি পাইল বাকি। এরই মধ্যে স্ক্রিন গ্রাউটিং পদ্ধতিতে বসানো হয়েছে ১৮টি পাইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মাসেতু

১৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ