Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এদেশ থেকে ওদেশ ঘোরার কারণ জানালেন সংগীত শিল্পী রানা

ইনকিলাব সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ৬:১৫ পিএম

ক্লোজআপ ওয়ান তারকা এইচ এম রানা। গান নিয়ে তার ব্যস্ততার কোনো কমতি নেই। গান এবং ব্যক্তিগত ব্যবসায়ের কাজে তিনি আজ এদেশ তো কাল ওদেশ। শুধু গানে কন্ঠ দিয়েই তার কাজ শেষ হয় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সে গানের ভিডিও নির্মাণ করতেও ভুল করেন না এই সংগীত শিল্পীর। নিজের গানের ভিডিওতে ভিন্নতা আনতে রানা ছুটে বেড়ান বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এ কারণেই তিনি এখন অবস্থান করছেন মধ্যপ্রাচ্যে। সম্প্রতি সেখান থেকেই তার ভক্ত-দর্শকদের জন্য পাঠিয়েছেন এক বার্তা। জানিয়েছেন খুব শীঘ্রই নতুন গান নিয়ে হাজির হবেন। ‘সুখের কারণ’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। গানটির সংগীতায়োজন করেছেনর ডি জে রাহাত।
নতুন গান প্রসঙ্গে রানা বলেন, ‘জীবন ভাই এবং রাহাত ভাইয়ের সহযোগিতায় অসাধারণ একটি গান নিয়ে আসছি। ইতোমধ্যেই গানটির সকল কাজ সম্পন্ন করেছি। আশা করছি শ্রোতারা এবার ভিন্ন এক রানাকে শুনতে পাবেন এবং দেখতে পাবেন। কারণ গান এবং ভিডিওতে ভিন্নতা আনতে অক্লান্ত পরিশ্রম করছি নিজে। যেটা আমার কাজ নয়, সেটাও শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত। তাইতো কন্ঠ দেওয়ার পাশাপাশি এটি পরিচালনা, এডিটিং এবং কালার গ্রেডিংয়ের কাজও শিখছি।’
রানা আরো বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন যে, মধ্যপ্রাচ্যের বেশির ভাই দেশে ঘুরে ঘুরে গানটির ফুটেজ সংগ্রহ করেছি। গানটিতে দুবাই, ওমান, কুয়েত, ইরানের মতো দেশের সব আকর্ষণীয় লোকেশন দেখা যাবে। ইতোমধ্যে পরীক্ষামূলক ভাবে আমি গানটির একটি ডেমো ভিডিও আমার সোশ্যাল মিডিয়ার আইডিতে প্রকাশ করেছি। গানটি শুনে অনেকেই ফোনে এবং ইনবক্সে প্রশংসা করেছেন। দিয়েছেন উৎসাহ। তাদের এই প্রশংসা আমার জন্য অনেক বেশি পাওয়া বলে মনে করছি। তাদের প্রশংসা আমার আগামীর কাজের গতি আরো কয়েকগুণে বাড়িয়ে দেবে বলে মনে করছি। শুধু তাই নয়, শ্রোতাদের এই ভালোবাসায় আমার আগামী প্রোজেক্ট গুলোর পরিকল্পনাও ইতোমধ্যেই সম্পন্ন করেছি। খুব শীঘ্রই বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ