Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানের সাথে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নেত্রকোনা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন কর্মকা-, জনগণের বহুল প্রত্যাশিত বাইপাস সড়ক ও প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রেসক্লাব সদস্য অধ্যাপক তফসির উদ্দিন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সহ-সভাপতি শ্যামলেন্দু পাল ও প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান। প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে নেত্রকোনার নানাবিদ সমস্যা ও দাবি-দাওয়ার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ