Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোদির মতো বাথরুম উদ্বোধন করতে যাই না আমি : মমতা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারণার সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদির মতো বাথরুম উদ্বোধন করতে যাই না আমি। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার মমতা বলেন, প্রধানমন্ত্রী মোদি প্রচারণার উদ্দেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন। কিš আমি মোদির মতো নই। আমরা আজ ১৩ বিলিয়ন রুপি মূল্যের ২১৭টি প্রকল্প উদ্বোধন করছি। আমি মোদির মতো কাজ করি না, যে কিনা বাথরুম উদ্বোধন করতেও যায়। হাওড়ায় এসব প্রকল্প উদ্বোধনের সময় মমতা আরও বলেন, আমি একদিনে ১ হাজার প্রকল্প উদ্বোধন করতে পারি এবং এভাবে সরকারের অর্থ বাঁচাই। এর মাধ্যমে বিজ্ঞাপনের জন্য বাড়তি অর্থ খরচ হয় না। এতো প্রচারণার দরকার কী? ভালো কাজের প্রচারণা লাগে না। পুলওয়ামা ঘটনা নিয়ে এ দিনও বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুরে মমতা বলেন, জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, গুগলে গিয়ে সার্চ করে আমার ধর্ম দেখছে। আমার ধর্ম মানবতা। মানবতা জানো? আমি দাঙ্গা করতে দেব না। কিছুতেই না। গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ