গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে শপথ নিয়েছেন ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত কাউন্সিলররাও।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে, দু’টি ওয়ার্ডে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন ও ডিএসসিসি’র নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডিএনসিসিতে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আতিকুল ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পান ৫২ হাজার ৪২৯ ভোট। এই ভোটে অংশ নেয়নি বিএনপিসহ কয়েকটি দল।
সাবেক ব্যবসায়ী নেতা আনিসুল হক মেয়র পদে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে উপ-নির্বাচন ডাকে নির্বাচন কমিশন।
আনিসুল হক নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালের ২৮ এপ্রিল। শপথ গ্রহণ করেন একই বছরের ৬ মে। ১৪ মে তিনি প্রথম সভা করায় উত্তর সিটির মেয়াদ পূর্ণ হবে ২০২০ সালের ১৩ মে। যার আগের ১৮০ দিনের মধ্যে অর্থ্যাৎ চলতি বছর নভেম্বরেই উত্তর সিটি সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে। সেই হিসেবে মেয়র পদে নির্বাচিত আতিকুল ইসলামের মেয়াদ হবে সাড়ে ১৪ মাসের মতো।
আতিকুলসহ নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।