Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১১:০৮ এএম | আপডেট : ১১:৩১ এএম, ৭ মার্চ, ২০১৯

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজ সাকলে রাজধানীর সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে দুই ঘণ্টা বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাজধানীজুড়ে যানজট দেখা দিয়েছে। প্রতিটি ট্রাফিক সিগন্যালে চারদিক থেকেই লাল সিগন্যাল। সামনে গাড়ি এগুবার জায়গা নেই। একদিকে বৃহস্পতিবার এবং অন্যদিকে দুই ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর রেশ পড়ে গোটা রাজধানীতে।

ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী রোমানা নাসরিন বলেন, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ১০টার দিকে তাদের সরিয়ে দেয়া হলে যান চলাচল শুরু হয়। কিন্তু এর রেশ রাজধানীর অন্য সড়ক গুলোতে পড়ায় অচল হয়ে পড়ে গোটা ঢাকা। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ এই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে অফিস ও স্কুল কলেজগামী যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ