Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিন প্রতি তিন ম্যাচ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। গতকাল টুর্নামেন্টের প্রথম পর্বের ১৮টি ম্যাচের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৯টায় তিন মাঠে একই সময়ে গড়াবে তিনটি ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বিকেএসপি। ফতুল্লার খান সাহেব উসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মোকাবেলা করবে উত্তরা স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। পরদিন ৯ মার্চের খেলায় মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মোকাবেলা করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় মাঠের লড়াইয়ে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বরে মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

একদিনের বিরতিতে ১১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্ট। সেদিন ফতুল্লায় আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়াই করবে উত্তরা স্পোর্টিং ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে, মিরপুরের মাঠে। বিকেএসপি-থ্রিতে লিজেন্ডস অব রূপগঞ্জ মোকাবেলা করবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। ১২ মার্চ বিকেএসপির মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর এবং প্রাইম ব্যাংক। মিরপুরে খেলবে মোহামেডান এবং খেলাঘর। ফতুল্লায় মাঠে নামবে গাজী গ্রুপ এবং বিকেএসপি। এরপর আবার একদিনের বিশ্রাম নিবে ক্রিকেটাররা।
১৪ মার্চ আবার মাঠে গড়াবে ডিপিএল। মিরপুরে আবাহনীর মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লায় শেখ জামালের বিপক্ষে খেলবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে ১৫ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠের লড়াইয়ে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে খেলাঘরের বিপক্ষে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বিকেএসপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ