Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমার বিশ্বজিতের বৈশাখী গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নতুন দিনের নতুন রঙে সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়-এমন কথায় তৈরি হয়েছে কুমার বিশ্বজিতের নতুন গান। বৈশাখ উপলক্ষে প্রকাশ হবে গানটি। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তারকাবহুল উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে শিগগিরই। গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, মাস দেড়েক আগে গানটি রেকর্ড হয়েছে। দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। অনেক বর্ণিল গানের লিরিকটা। বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যেকোনও উৎসবে গানটি ব্যাবহার করা যাবে। লিরিক, টিউন, কম্পোজিসান সবকিছুই ভালো ছিল। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। আরো আছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান, শাহেদ ফারহানসহ একঝাঁক র‌্যাম্প মডেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমার বিশ্বজিত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ