Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমার বিশ্বজিতের কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী ৭ আগস্ট। এ উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। কুমার বিশ্বজিৎ আবারও রবীন্দ্রসঙ্গীত  গেয়েছেন। তবে নতুন ঢংয়ে। গানটির শিরোনাম ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। এটি রেকর্ড শেষে এখন মুক্তির অপেক্ষায়। গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। তার এই সংগীত বন্ধুরা হলেন সোহেল, পুলক, বাপ্পি ও সেলিম। কুমার বিশ্বজিৎ জানান, আসছে ২২ শ্রাবণ উপলক্ষে গানটি চলতি সপ্তাহের মধ্যে বিশেষ আয়োজনে প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। যা জিপি মিউজিক অ্যাপস-এ এক্সক্লুসিভ বিভাগে শুনতে পারবেন শ্রোতারা। প্রস্তুতি চলছে মিউজিক ভিডিও নির্মাণেরও। গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বললেন, ‘এটি মূলত গেয়েছি ২২ শ্রাবণ মাথায় রেখে। গানে গানে গুরুকে স্মরণ করার মতো বিষয়। কারণ, তার গান-সাহিত্য- আমাদের সর্বাঙ্গে জড়িয়ে আছে শৈশব থেকে। তাছাড়া আধুনিক গান গাইতে গাইতে একরকম ক্লান্তি বোধ করছিলাম। তাই রবীন্দ্রসংগীত গেয়ে একটু প্রশান্তি খুঁজে নিচ্ছি। আশা করছি, আমার কণ্ঠে গানটি সবার ভালো লাগবে।’ কুমার বিশ্বজিৎ এখন পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি আরও জানান, আট বছর আগে রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে যায়’ শিরোনামের গানটি গেয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমার বিশ্বজিতের কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ