পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
স্টাফ রিপোর্টার : জানুয়ারি মাসে ‘বাংলাঢোল’র ব্যানারে বাজারে আসে কুমার বিশ্বজিৎ-এর দ্বৈত গানের অ্যালবাম ‘সারাংশে তুমি’। সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতাকে নিয়ে ‘সারাংশে তুমি’র আটটি গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম। এর স্ক্রিপ্ট করেছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন আশিকুর রহমান। বান্দরবান, কক্সবাজার, জাফলং, হিমছড়িসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। গত বুধবার মোবাইল অপারেটর বাংলালিংক কার্যালয়ের উদ্বোধন হয়। পহেলা বৈশাখ উপলক্ষে মিউজিক্যাল ফিল্মটি নিয়ে এসেছে বাংলালিংক। আটটি আলাদা ভিডিওতে সাজানো ফিল্মটিতে রয়েছে একটি রোমান্টিক গল্প। মডেল হয়েছেন অন্তু করিম ও রাহা। এসব ভিডিও পাওয়া যাবে বাংলালিংক মিউজিক এক্সপ্রেস স্টোরে। আগামী একমাস শুধু বাংলালিংক গ্রাহকরা ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। মিউজিক্যাল ফিল্মটি নিয়ে কথা বলতে গত শনিবার চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকাকথন’-এ উপস্থিত হন কুমার বিশ্বজিৎ, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, ইব্রাহীম ফাতমী, মডেল ও অভিনেতা অন্তু করিম, নবাগত মডেল রাহা ও বাংলাঢোল’র এনামুল হক। আড্ডায় কথা বলার এক ফাঁকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আগামী একমাসের মধ্যেই ইংরেজি সাবটাইটেলসহ সারাংশে তুমি মিউজিক্যাল ফিল্মটি ইউটিউবে পাওয়া যাবে। এরইমধ্যে দেশ-বিদেশের আমার অনেক বন্ধুবান্ধব, ভক্ত প্রশ্ন করেছেন মিউজিক্যাল ফিল্মের লোকেশন কোথাকার। আমার দেশে যে এতো চমৎকার চমৎকার স্থান আছে তা অনেকেরই জানা নেই। তাই আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই স্থান উল্লেখ করা’সহ সাবটাইটেল যাবে। তাতে আমার দেশের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে বেড়ানোর আগ্রহ সৃষ্টি হতে পারে বিদেশিদের মধ্যে।’ কুমার বিশ্বজিৎ আরো আশা করেন, সরকারি পর্যায় থেকেই ‘সারাংশে তুমি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। বিষয়টির সঙ্গে একমত পোষণ করেন আড্ডায় অংশ নেয়া সবাই। ‘সারাংশে তুমি’ অ্যালবামে কুমার বিশ্বজিৎ’র সঙ্গে তিনটি করে গান গেয়েছেন ন্যানসি ও শুভমিতা এবং দুটি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এদিকে জাপানে ‘বৈশাখী মেলা’য় সঙ্গীত পরিবেশন করে গত সপ্তাহে দেশে ফিরেছেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রামে এবং ঢাকায় বেশ ক’টি স্টেজ শো’তে অংশগ্রহণ করবেন তিনি চলতি সপ্তাহে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।