Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমার বিশ্বজিতের নতুন গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রকাশিত হয়েছে কুমার বিশ্বজিতের নতুন গান ‘বলতে পারিনি’। আমি বলতে তোমায় পারিনি, কী যে কষ্ট একাকী, সারাটি জীবন পাড়ি দেয়া, নিজেকে দিয়ে ফাঁকি- এমন কথার গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে বাংলাঢোলের ব্যানারে। তরুণ মুন্সীর কথা, সুর ও সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও ফারহান খান রিও। ভিডিওতে কুমার বিশ্বজিৎও রয়েছেনং। এটি তৈরি করেছেন সৈকত নাসির। গানটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে। কুমার বিশ্বজিৎ বলেন, অনেক যত্ন নিয়ে মানসম্পন্ন একটি গান ও তার উপযুক্ত ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতার ভালো লাগবে। গানটি দেখা যাবে রবিস্ক্রিনে। কিছুদিনের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমার বিশ্বজিত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ