Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবালয়ে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:১৫ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সজিবর রহমান (৭০)। বুধবার সকাল ৬ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিবুর রহমানের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামে। পুলিশ প্রাইভেটকারসহ ঘাতক চালককে আটক করেছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, মাছ ও হাঁস মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘাফিডের শ্রমিক হিসেবে কাজ করতেন সজিবর। কাজে যোগ দেয়ার জন্য প্রতিদিনের মতো বুধবার সকালে বাইসাইকেল চালিয়ে তিনি কারখানার সামনে আসেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি অটো লক হয়ে গেলে স্থানীয়রা চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ