বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুুলবাড়ীতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার পোস্টার পোড়ানোকে কেন্দ্র করে দুই (আনারস ও নৌকা) প্রার্থীর সমর্থকদের মাঝে সহিংসতার ঘটনা ঘটে। এতে পৌর যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন পলাশ আহত হয়। মমিনুল ইসলাম (৩৫) নামে এক জনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কার সমর্থকরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান মিল্টনের নৌকা মার্কার পোস্টার পুড়িয়ে দেয়। এরই সূত্র ধরে ওইদিন রাতে পৌর শহরের বটতলী নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদ সরকার পলাশ মাথায় আঘাত প্রাপ্ত হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিয়াদ ১৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষের ব্যাপারে তিনি কিছুই জানেন না,তবে পরবর্তীতে তার নেতাকর্মী থানায় মামলার বিষয়ে তাকে অবহিত করেছে। অপর দিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান মিল্টন জানান, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার পোড়ানোর সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি তদন্ত সুলতান মাহমুদ জানান, পোস্টার পোড়ানোর ঘটনায় মমিনুল ইসলাম (৩৫) নামে একজনকে ওই রাতেই আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।