রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ৩৬ নং তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চলছে ক্লাস। শ্রেণী সঙ্কটে এই সমস্যায় প্রতিনিয়ত বিপাকে পরছেন শিক্ষক ও কমলমতি শিক্ষার্থীরা। ১৯৪২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩ শতাধিক। শিক্ষক রয়েছেন মাত্র ৩ জন। ২০১১-২০১২ অর্থ বছরে এলজিইডি বাস্তবায়নে প্রায় ৩৯ লাখ টাকা ব্যায়ে ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মান করা হয়। একটি কক্ষ অফিস রুম ব্যবহৃত হয়। দুটি কক্ষে দুই শিফটে চলে পাঠদান। শ্রেনী কক্ষগুলোতে শিক্ষার্থীদের জায়গা সঙ্কুলান না হওয়ায় স্কুল ছাদের ওপর ছামিয়ানা টাঙ্গিয়ে চলে পঞ্চম শ্রেনীর পাঠদান। আকাশে মেঘ দেখলেই ছাত্র-ছাত্রীদের গাদাগাদি করে রাখা হয় শ্রেনী কক্ষে।
সরেজমিনে উক্ত প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দ্বিতীয় শিফটে তৃতীয় শ্রেনীতে ৬০ জন, চতুর্থ শ্রেনীতে ৬১ জন ও পঞ্চম শ্রেনীতে ৪৫ জন ছাত্র-ছাত্রী উপস্থিত রয়েছেন। জায়গা সঙ্কুলান না হওয়ায় গাদাগাদি করে বসে আছে কোমলমতি শিক্ষার্থীরা। সহকারি ২ শিক্ষক নিচ্ছেন ক্লাস।
প্রধান শিক্ষক লতিফা খাতুন বলেন, পঞ্চম শ্রেনীর ক্লাস ছাদের ওপর ছামিয়ানার নিচে নেয়া হয়। আবহাওয়া খারাপ থাকায় শিক্ষার্থীদের ভবনের কক্ষে নিয়ে আসা হয়েছে। তাই শিক্ষার্থীদের বসতে হচ্ছে গাদাগাদি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।