Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় সংবাদ সম্মেলনে সরকার দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১:০৫ পিএম

বগুড়ার ধুনট উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার আলম সেলিম মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেছেন , তার প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী আব্দুল হাই খোকন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তার প্রচারকাজে বাধা দিচ্ছেন । লিখিত বক্তব্যে তিনি ১ মার্চ ও ৩ মার্চ ২দফায় তার ওপর শারীরিক হামলার বিবরণ দিয়ে বলেন, ৩ মার্চ ধুনটের চালাপাড়ায় গনসংযোগকালে সরকারীদলের প্রার্থীর লোকজন তাকে ধাওয়া করে গুলি করার হুমকি দেয় ্ পরিস্থিতির প্রেক্ষিতে তিনি নিজের মোটরবাইক ফেলে রেখে একজনের বাড়িতে আশ্রয় নেন। তাকে ধাওয়াকারীরা এরপর তার মোটরবাইক নিয়ে চলে যায় ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন , পুরো ঘটনা তিনি লিখিতভাবে উপজেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনে জানিয়েছেন । তবে তাতে কোন ফল না পেয়ে তিনি সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরতে এসেছেন । এক প্রশ্নের জবাবে তিনি বলেন , তিনি শুধু চান ,ভোটের দিন ১৮ মার্চ ভোটটা শুধু দিনের বেলায় হোক , মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাক , তাহলেই সরকার দলীয় প্রার্থীর পরাজয় অনিবার্য!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ