Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে ৬০০ স্বর্ণের বারসহ গ্রেফতার ২

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৬:২৫ পিএম | আপডেট : ৭:৩৪ পিএম, ৩ মার্চ, ২০১৯

মীরসরাইয়ে ৬শ পিস সোনার বারসহ দুজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার ৩ রা মার্চ দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা-মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত সাদা রঙের একটি পাজেরো মিটসুবিসি (চট্টমেট্টো ঘ ১৮-২১৪৪) জব্দকরা হয়। আটকৃতরা হল- চূয়াডাঙা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) এবং একই এলাকার মোবারক পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।
জোরারগঞ্জ থানায় অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা (পিপিএম) প্রেস ব্রিফিংকরেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল কহ টুটুল, মীরসরাই সার্কেল এএসপি সামসু উদ্দিন, থানার ওসি ইফতেখার হাসান,ওসি তদন্ত মোজাম্মেল হক এবং থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের জানান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান পিপিম এর নের্তৃত্বে এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় সোনাপাহাড় থেকে ঢাকামুখি ওই গাড়ীটি আটক করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তারা দ্রুত ঘনাস্থলে উপস্থিত হন। পরে তাদের উপস্থিতিতে গাড়ী তল্লাশি করে গাড়ীর তেলে টাংকির পাশ থেকে বিশেষ ব্যবস্থায় লুকায়িত অবস্থায় ৬০টি প্যাকেটে (প্রতি প্যাকেটে) ১০ টি করে মোট ৬০০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ কোটি ৪০ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাজ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হেয়ছে। আটকৃকতদের জিজ্ঞাসাবাদ ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণের বার

২০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ