Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোরিয়াসিস : চিকিৎসা নিন সুস্থ থাকুন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি ও সাধারণ চর্মরোগ। তবে মাথা, জিহবা, ঘাড়, হাতের কনুই, 

পিঠ, আঙুল, তালু, নখ, পায়ের তালু, হাঁটু, হাত ও পায়ের সন্ধিস্থলে এটি বেশি দেখতে পাওয়া যায়। এতে মলিন রূপালী আঁশযুক্ত ছোপ দেখা যায়, যা উঠে যাওয়ার পর লালচে আভা বা সামান্য রক্তক্ষরণ হতে পারে।
ইহা কি ছোঁয়াচে রোগ?
সাধারণত সোরিয়াসিসের রোগী দেখলে অন্যরা ভয় পেয়ে যায়। আমরা অনেকেই ছোঁয়াচে রোগ বলে থাকি। তবে এটি কোন ছোঁয়াচে বা সংক্রামক চর্মরোগ নয়। এটি বড় শরীরিক কোন সমস্যাও সৃষ্টি করে না।
কারণ ঃ এ রোগের মূল কারণ এখনো জানা যায় নাই। সোরিয়াসিস হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে বলে একে মাল্টি ফ্যাক্টরিয়াল বলা যেতে পারে। নিম্নে বিভিন্ন কারণ আলোচনা করা হলো:
বংশের কারো থাকলে অন্যদেরও রোগ হওয়ার সম্ভাবনা আছে।
ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমনের কারণেও সোরিয়াসিস হতে পারে।
অতিরিক্ত মদপান, ধুমপানের কারণে এ রোগ হতে পারে।
অতিরিক্ত ওজন বাড়লে, কোলেষ্টরল বাড়লে এ রোগ হতে পারে।
লাল মাংস, বিশেষ করে খাসি ও গরুর মাংস অধিক খেলে এ রোগ হতে পারে।
অতিরিক্ত মানসিক চাপেও সোরিয়াসিস হতে পারে।
ভিটামিন ডি, সানবার্ণ, আঘাত, কাটা, ক্ষত, ত্বকের সংক্রমণের ফলে এ রোগ হতে পারে।
কিছু কিছু ঔষধ, বিশেষ করে উচ্চ রক্তচাপের, ব্যাথার, মানসিক রোগের বিভিন্ন ঔষধে পাশর্^ প্রতিক্রিয়ায় এ রোগ হতে পারে।
কারা আক্রান্ত হতে পারে? : সোরিয়াসিস যে কোন বয়সে হতে পারে, তবে ১৫-৪৫ বছরের মধ্যে এ রোগ বেশি দেখা দেয়।
প্রকার/ধরণ : সোরিয়াসিস মারাত্মক রোগ নয়। তবে এটি জটিল আকার ধারণ করতে পারে, যার তীব্রতা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:
পেক সোরিয়াসিস ঃ সোরিয়াসিস আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশ রোগী এধরণের রোগে ভুগতে থাকে। এটি প্রথমে লালচে আকার ধারণ করে, পরে সাদা রংয়ের আঁশ ওঠে।
গাট্রেট সোরিয়াসিস ঃ এ ধরনের রোগ শিশু ও যুবকদের হয়ে থাকে। এটি ক্ষেত্রে প্রথমে লালচে ছোট ছোট দাগ শুরু হয়ে, পরে সাদা আবরণ ওঠে।
ইনভার্স সোরিয়াসিস ঃ এটি সাধারণত অধিক মোটা লোকদের যাদের মোটা চামড়ায় ভাঁজ পড়ে তাদের হয়ে থাকে। এটি প্রথমে লালচে রংয়ের হয়, তবে কোন আবরণ থাকে না।
পাষ্টুলার সোরিয়াসিস ঃ এটি হলে ত্বক লালচে আকার ধারণ করে, পরে নির্দিষ্ট স্থান হতে সাদা পুঁজ সৃষ্টি হতে পারে। আক্রান্ত স্থান শুকিয়ে সাদা আঁশ ওঠে।
ইরিথ্রোডার্মিক সোরিয়াসিসঃ এটিও লালচে রংয়ের, যা দেহের সব স্থানকেই আক্রান্ত করতে পারে। আক্রান্ত শরীরে প্রচন্ড চুলকানি হয় এবং আঁশ ওঠে।
সোরিয়াটিক আর্থ্রাইটিসঃ এটি শরীরের বিভিন্ন সন্ধিস্থলে বা জয়েন্টে আক্রান্ত হয়।
লক্ষণঃ বেশীর ভাগ ক্ষেত্রে ত্বকে সাদা আঁশযুক্ত প্রদাহ বা অনেক ছোপ ছোপ দাগ দেখা যায়, কখনো কখনো সারা শরীরে, নখ, মাথা, হাঁটু, কনুই, হাত-পায়ের তলা, পিঠ প্রভূতি স্থানে সাদা আঁশ উঠতে থাকে। মাথার তালু হতে খুশকির মতো আঁশ ওঠে। জটিল সোরিয়াসিসের মধ্যে গিটে ব্যথা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে পুঁজ আকৃতির সোরিয়াসিস দেখা দিতে পারে।
পরীক্ষাঃ
স্কিন বায়োপসি করে এ রোগ নির্ণয করা যায়।
চিকিৎসাঃ এ রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ যোগ্য রোগ। নিয়মিত সঠিক চিকিৎসা নিলে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণভিত্তিক, তাই সুনির্দিস্ট লক্ষণ গুলো দেখে চিকিৎসক ঔষধ দেন। হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করলে রোগটি নিয়ন্ত্রণে রাখা যায়।
সোরিয়াসিসের ঝুঁকি সমূহঃ যাদের সোরিয়াসিস আছে তাদের কিছু ঝুঁকি থাকতে পারে, এ রোগ একবার হলে তার নিয়ন্ত্রণে এসে আবার আক্রান্ত হতে পারে।
সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের উচ্চ রক্তচাপ, কিডনী রোগ, ক্রনস ডিজিজ, পরিপাকতন্ত্রের রোগ হতে পারে।
টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। অনেক আর্থ্রাইটিস ও গেঁটে বাত হতে পারে।
চোখের সমস্যা হতে পারে। যেমন: চোখ উঠা, ইউভিআইটিস ইত্যাদি
বারবার হওয়াতে রোগী হীনমন্যতর ভুগতে থাকে, ফলে মানসিক রোগ হতে পারে।
অনেক সময় রোগের তীব্র অবস্থায় সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। শরীরে পুঁজ উৎপন্ন হতে পারে।
সোরিয়াসিস রোগীর খাদ্যাভ্যাসঃ অনেকে সোরিয়াসিসকে এলার্জি মনে করেন, সেজন্য রোগীকে বেগুন, চিংড়ি, মিষ্টিকুমড়া, পুঁটি, বোয়াল ইত্যাদি এলার্জিযুক্ত খাবার বন্ধ করে দেন। এ ধারণা ঠিক নয়্ তবে লাল মাংস, যেমন: গরু ও খাসির মাংস খেলে রোগের তীব্রতা বাড়ে। তবে মুরগীর মাংস খাওয়া যেতে পারে। টক ফল ছাড়া প্রচুর শাকসব্জী ও ফল খেতে হবে। প্রচুর পানি পান করতে হবে।
গোছলের সময় আক্রান্ত স্থানে ঘষামাজা না করে বরং হালকা ভাবে পরিষ্কার করতে হবে। নিয়মিত গোসল করতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পোষাক পরিধান করতে হবে।
মাত্রাতিরিক্ত সূর্যালোক হতে সাবধানে থাকতে হবে।
দুশ্চিন্তা, রাগ, মানসিক চাপ কমাতে হবে। সদা প্রফুল্ল থাকতে হবে।
স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত ফ্যাট চর্বিযুক্ত, উত্তেজক খাদ্য গ্রহন হতে বিরত থাকতে হবে।
মদপান, ধুমপান বর্জন করতে হবে।
ক্ষারীয় সাবান বর্জন করতে হবে।
প্রতিদিন ব্যায়াম ও ভোরে হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।

ডা. মোঃ হুমায়ুন কবীর
রেনেসাঁ হোমিও মেডিকেয়ার
৮৯, সিটি করপোরেশন মার্কেট, নিমতলী,
চাঁনখারপুল, ঢাকা-১০০০
মোবাইলঃ ০১৭১৭৪৬১৪৫০, ০১৯১২৭৯২৮৯৪।

 



 

Show all comments
  • Md. Billalhossain ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫১ পিএম says : 0
    পরামর্শের জন্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Md. Billalhossain ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫১ পিএম says : 0
    পরামর্শের জন্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Nadim Khan ১৭ মার্চ, ২০২০, ৬:১৭ পিএম says : 0
    আমি গত ৩ বছর থেকে সরিয়াসিস রোগে আক্রান্ত, অসুধের দাম বেশি হওয়ার কারনে সঠিক চিকিৎসা নিতে পারছিনা আমার শরীরের সম্পূর্ণ জায়গাজুড়ে সরাইসিস রয়েছে অনেক ডাক্তারকে দেখিয়েছি বিভিন্ন রকম দামি ওষুধ খেয়ে উপকার পাই না
    Total Reply(0) Reply
  • Jewel mia ১৯ মার্চ, ২০২০, ২:৩৭ পিএম says : 0
    আমি সোরিয়াসিস রোগে আক্রান্ত। এলোপ্যাথিক ভাল হয়ে যায়। কিন্তু আবার হয়।আর হোমিও খেলে বেড়ে যায় আর কমে না। এখন হোমিও খাচ্চি আর বারতেছে , অনেক কষ্ট হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Safayet Hossan ২ মে, ২০২০, ৪:৩৯ এএম says : 0
    আমি গত ১০বছর ধরে সোরিয়াসিস আক্রান্ত যায়,আসে এইভাবেই চলছে। এখন ভাবতেছি বাংলাদেশে এসে হোমিওপ্যাথিক চিকিৎসা নিবো।
    Total Reply(0) Reply
  • অভিজিত দত্ত ১৩ জুলাই, ২০২০, ১০:৫১ এএম says : 0
    আমার বিগত ৫-৭ বছর যাবৎ স্কাল্প সোরিয়াসিস। কি করতে পারি। কোন ভাবে কমতেছে না।
    Total Reply(0) Reply
  • Masud alam Bhuiyan ১০ আগস্ট, ২০২০, ৫:৪২ পিএম says : 0
    আমার নখে মনে আপনার বলার মতই সমস্যা কি করতে পারি জানাবেন উপকৃত হব
    Total Reply(0) Reply
  • মোছাম্মদ মনি বেগম ১৮ আগস্ট, ২০২০, ৮:০১ পিএম says : 0
    আমি অনেকদিন যাবত সোরিয়াসিস রোগের ভুগতেছি হ্যালো মিতি ওষুধ খেয়েছিলাম কিন্তু কমতেছে না খাচ্ছি তারপর হোমিও ্যাথিক ঔষধ খেয়েছি ছিল কিন্তু এখন আবার বেড়ে গিয়েছে কোন চিন্তা করতে পারতেছিনা আর ভালো লাগেনা রোগ প্লিজ একটু বলেন
    Total Reply(0) Reply
  • মোঃবুরহান উদ্দিন ১৯ অক্টোবর, ২০২০, ১১:০৫ এএম says : 0
    আমি ৫ বছর যাবত সোরিয়াসিস রোগে ভুগতেছি
    Total Reply(0) Reply
  • আমার নাম মোঃ জাকির হোসেন ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৪ পিএম says : 0
    সোরিয়াসিস রোগের জন্য কোন ইনজেকশন আছে কি . থাকলে দয়া করে একটু বলেন .
    Total Reply(0) Reply
  • অপি আক্তার ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৯ এএম says : 0
    গত ১১বছর দরে সোরিয়াসিস রুগে আক্রানত অনে চিৎকিসা করা হয়।কি ছুই ফল পাছিনা। আমি একজন শ্রবণ প্রতিবন্ধী । এখন আমি কি করলে ভালহব।
    Total Reply(0) Reply
  • অপি আক্তার ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ এএম says : 0
    গত ১১বছর দরে সোরিয়াসিস রুগে আক্রানত অনে চিৎকিসা করা হয়।কি ছুই ফল পাছিনা। আমি একজন শ্রবণ প্রতিবন্ধী । এখন আমি কি করলে ভালহব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোরিয়াসিস চিকিৎসা
আরও পড়ুন