গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটির কাউন্সিল নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিস্থ দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন শেষে দলীয় ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকল ভোটার, নির্বাচনের সাথে সংস্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, 'এখন পর্যন্ত কোথাও আমরা অনভিপ্রেত ঘটনার সংবাদ পাই নি। নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক শতকরা ৫০ ভাগের মত ভোট পড়েছে বলে আমরা জেনেছি। '
নির্বাচনের প্রতিক্রিয়া তিনি বলেন, আমরা এখনও ফলাফল জানি না তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম জিতে যাবেন বলে আমরা আশা করছি। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ঢাকা সিটি সহ সারা দেশে উন্নয়ন কার্যক্রম চলছে। দেশের এই উন্নয়ন অগ্রগতির সঙ্গে মানুষ থাকতে চায়। কাজেই আমরা বিশ্বাস করি, আজকে জনগণ ভোট দিয়েছেন ; একটি সুন্দর ঢাকা পেতেই তারা ভোট প্রয়োগ করেছেন। '
বিরোধী দল বিহীন নির্বাচন কতটা উপভোগ করেছেন জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধরণ সম্পাাদক বলেন, 'বিরোধী দল বলতে গণতন্ত্রে যা বোঝায়, সংসদীয় গণতন্ত্রে সংসদে যারা বিরোধী দল। সংসদে যারা বিরোধী দল হিসেবে আছে সে দলটি নির্বাচনে অংশ নিয়েছে।'
'এর বাইরে একটি রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করার মত সকল প্রকার পরিবেশ পরিস্থিতি বজায় থাকার পরেও গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে নিজেদের বাইরে রাখার স্বিদ্ধান্ত নিয়েছেন।
'তারা একের পর এক এই স্বিদ্ধান্ত নিচ্ছে। দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টিতে তারা চেষ্টা করছে। '
ভোট বাক্স সকালেই ভরে রাখা হয়েছিল বিএনপির এমন অভিযোগে তিনি বলেন, 'তাদের এই মন্তব্য রাতেই তৈরি ছিল।'
নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকা বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, 'উপ নির্বাচনের কারণেই জনগনের আগ্রহ কিছুটা কম ছিল।'
ভাষানটেক বস্তির ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।