Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্রে সেমন্তী সৌমি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ১২:১০ এএম, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমেই দর্শক প্রথম তাকে টিভিপর্দায় দেখেন। বিজ্ঞাপনের পর মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর ‘প্রহর’, ‘রাফ ম্যান’, ‘দ্য মাস্টারপিস’, ‘গৃহবধূ’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। এবার বড়পর্দায় নায়িকা হিসেবে আসছেন। ‘বয়ফ্রেন্ড’ নামে একটি সিনেমায় তাসকিন রহমানের বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটি ৮ মার্চ মুক্তি পাবে। সেমন্তী সৌমি বলেন, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করার পর বেশকিছু সিনেমায় কাজের প্রস্তাব আসে। তবে, ভালো কাজের জন্য অপেক্ষা করছিলাম। গল্প পছন্দ হওয়ায় উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটিতে অভিনয় করি। ভিন্ন ধরনের গল্পের সিনেমা এটি। আশা করি, সিনেমাটি দর্শকদের ভাল লাগবে। উল্লেখ্য, সেমন্তী সৌমির বাবা কলকাতার আর মা বাংলাদেশের। বেড়ে উঠেছেন ঢাকায়। এরইমধ্যে বিবিএ সম্পন্ন করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ